পূর্বময় ডেস্কঃ
বাংলা ভাষা ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিলো বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে জীবনী সাহিত্যে জাতির পিতার “অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ্যপুস্তক করার।বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাহাবউদ্দিন বাদল এবং আহমেদুল বারী(পি.এইচ.ডি.) এর সমন্বয়ে কমিটি অব কোর্সেস ‘ অসমাপ্ত আত্মজীবনী ‘ বইটি পাঠ্যসূচি হিসেবে অন্তর্ভুক্ত করেন।
মাহ ফুজুর রাজ্জাক অনিক বলেন,বইটি পাঠ্য করায়
আত্মস্মৃতি কথা বা আত্মজীবনী পাঠের মধ্যদিয়ে বাংলাদেশের অভুদ্যয় ইতিহাস সম্পর্কে যেমন বস্তুনিষ্ঠ জ্ঞান অর্জিত হবে তেমনিভাবে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অভিবাদিত নেতৃত্বের সম্পর্কে বস্তুনিষ্ঠ ধারণা লাভ করবে। আর এর মধ্যদিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও দেশাত্মবোধের উদ্ভোদয় ঘটাতে পারবে।
আরো বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্ম বার্ষিকী উদযাপনের প্রাকালে স্নাতক সম্মান শ্রেণীর প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের সিলেবাসে “বাংলাদেশ স্টাডিজ” কোর্স চালু করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান।