পূর্বময় ডেস্কঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা মাহ্ফুজুর রাজ্জাক অনিক শিক্ষার্থীদের পাশে থেকে মশা নিধন ও ডেঙ্গু জ্বর প্রতিরোধে স্বারক প্রদান করেন।স্থানীয় জনপ্রতিনিধি ত্রিশালের মেয়র এ.বি.এম আনিসুজ্জামান আনিসের কাছে স্বারক প্রদান সহ উক্ত বিষয়ে দীর্ঘক্ষন আলোচনা করেন।আনিসুর রহমান আনিস সকলকে ধন্যবাদ দিয়ে তিনি জানান, মশা নিধন বিষয়টি সকলের গুরুত্বের সাথে দেখা উচিত এবং আগামীকাল অথবা পরশু মশা নিধনে ঔষধ ছিটানোর ব্যবস্থা করা হবে।
মাহ্ফুজুর রাজ্জাক অনিক বলেন” শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি ও তাদের সার্বিক সহযোগিতায় পাশে থেকে কাজ করে ইতিবাচক ছাত্রলীগে ভূমিকা রেখে আমি মশা নিধনে মেয়র সাহেবের সাথে দীর্ঘক্ষন আলোচনা করি।তিনি অতি দ্রুত মশা নিধনে ঔষধ ছিটানো হবে বলে আশ্বাস দেন এবং সেই সাথে মশা নিধনের পরও সকল শিক্ষার্থীদের সতেচন থাকার আবহান জানান”। মাহ্ফুজুর রাজ্জাক অনিক আরো জানান” শুধু প্রশাসন না,আমাদেরও উচিত সকলের নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকা।সুন্দর বাংলাদেশ নির্মাণে সকলের সচেতনা অনেকাংশে প্রয়োজন”।