স্টাফ রিপোর্টার ঃ দীপু নামক ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছে না তাঁর পিতা। না পাওয়ায় হতাশ হয়ে চারদিকে চিৎকার করছেন । এমন সময় অন্য আরেক জনের উসকানি মূলক কথায় সন্দেহ করে এলাকায় নতুন আগত একজনকে পিটানো শুরু করে। অন্য একজন ভদ্রলোক তা দেখে লোকগুলোকে থামায় এবং নিজের হাতে আইন না নেওয়ার অনুরোধ করেন। তিনি সবার উদ্দেশ্যে বলেন, এলাকায় নতুন যেহেতু তাই তাকে না পিটিয়ে তাঁকে জিজ্ঞাসা করুন। কোনরুপ সন্দেহ হলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। অথবা সরকারি সেবা ৯৯৯ এ কল দিয়ে যেকোন অভিযোগ কিংবা সহযোগিতা নিতে পারেন। এ যাত্রায় লোকটি বেঁচে যায়।
গুজবে কান না দিয়ে সত্যিটা উদঘাটন জরুরী। নাটক শোষিতের শৃঙ্খল ও শোষকের বিকৃত মুখোশ খুলে দেয় এ মূলসুরকে প্রতিপাদ্য করে সাম্প্রতিক ঘটনা নিয়ে সচেতনতা ও জবাবদিহীতামূলক পথনাটক ‘গুজবেই গজব’ থিয়েটার সংলাপের আয়োজনে গতকাল ময়মনসিংহ রেলস্টেশন প্লাটফর্মে ও কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত হয়।
এতে অভিনয় করেন পলাশ দেব, আলিফ হাসান স্বাধীন, রজত কান্তি দেবনাথ ও পি.সি লিটন। নাটক শেষে পথচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্টেশন মাস্টার রফিকুল ইসলাম, নাট্যজন সুজয় বসাক, সাংবাদিক বাবলী আকন্দ ও পথচারী হাসেম। সহযোগিতায় ছিলেন প্রসূন কুমার দাস উৎস, সুব্রত রঞ্জন সরকার, সুরাইয়া আক্তার কাকলীসহ থিয়েটার সংলাপের অন্যান্য নাট্যকর্মীবৃন্দ।