জাককানইবি প্রতিনিধিঃজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মাহমুদুল হাসান ওরফে মামুন এর বিরুদ্ধে খাগাটি জামতলীর সেলিনা অাক্তার বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ৩নং অামলী অাদালতে ধারা ১৪৩/৩২৩/৪৪৭/৪৪৮/৩৮৫/৩৮৬/৩৮৭/৩৮০/৪২৭/৪৩৫/১১৪/৩৪ দঃবি মোতাবেক ফৌজদারী অাইনে মামুন কে ১৩নং অাসামী করে একটি মামলা দায়ের করে। বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন যে, মামুন একজন সন্ত্রাসী ও খারাপ পকৃতির লোক । সে খাগাটি এলাকার সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছেন। এজাহারে আরো উল্লেখ করেন যে, গত ০৮/০৫/২০১৯ ইং তারিখে মামুন একদল গুন্ডা বাহিনী নিয়ে বাদীর বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাংচুর করে। ঐসময় স্বন- অলংকারাদিসহ পায় ৩০,০০,০০০/-(তিশ লক্ষ) টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে মামলাটি পি বি আই কর্তৃক তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে বাদী গত ১৯/০৬/২০১৯ ইং তারিখে মামুন এর বিচার দাবি করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন দাখিল করেছে।
এদিকে সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মাহমুদুল হাসান এর সাথে ফোনে অনেক যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি