স্টাফ রিপোর্টার:
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো এসোসিয়েশন,ময়মনসিংহের উদ্যোগে ২৮/৭/২০১৯ রোজ রবিবার দিনব্যাপী জেলা পরিষদ মিলনায়তনে “অগ্নিনির্বাপন ব্যবস্হাপনা ও নাগরিক নিরাপত্তা”শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।জনগুরুত্বপূর্ণ ও সময়োপযোগী এই সেমিনারে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিনমনি শর্মার উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম,সিটি করপোরেশনের বস্তি উন্নয়ন ও সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা,নিরাপদ সড়ক চাই আন্দোলন ময়মনসিংহ জেলার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না,দৈনিক প্রতিদিনের কাগজ এর সম্পাদক মাহমুদুল হাসান রতন,বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী,জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি এ কে এম আসাদুজ্জামান পাইলট,ক্যাবের জেলা সাংগঠনিক সম্পাদক জি এম রহমান ফিলিপ, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন পারভীন,মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন,মহিলা আওয়ামী লীগ নেত্রী নূরজাহান মিতু,যুব মহিলা লীগের নেত্রী মাহমুূূদা মলি,ফৌজিয়া ইশরাত ফ্লোরা,সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা রহিম, জাতীয় পার্টির ফেলো শরীফুল ইসলাম উপর্যুক্ত কর্মশালায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির ফেলো ও মাস্টার ট্রেইনার জাহিদ হোসেন উৎপল।
অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা ও নাগরিক নিরাপত্তা বিষয়ে ধারনাপত্র উপস্থাপনা করেন আওয়ামী লীগের ফেলো ও মাস্টার ট্রেইনার সুৃমন চন্দ্র ঘোষ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির মাস্টার ট্রেইনার জামাল উদ্দিন।গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগ বিএনপি,জাতীয় পার্টির রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক দিনমনি শর্মা কর্মশালায় উপস্থিত বক্তাগণের সুপারিশ বাস্তবায়নের আশ্বাস দেন।ডিআই পলিটিকাল ফেলো এলামনাই এসোসিয়েশন নেতৃবৃন্দ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিনমনি শর্মার নিকট গণস্বাক্ষর সংবলিত স্মারকলিপি প্রদান করেন এবং সিটি করপোরেশনের প্রতিনিধি হিসেবে সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা স্মারকলিপি গ্রহণ করেন।
ময়মনসিংহে “অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা ও নাগরিক নিরাপত্তা”শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
Date:
Share post: