পূর্বময় ডেস্ক ঃ বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের কারনে টাঙ্গাইল মধুপুরের আনারস দিন দিন ঐতিহ্য হারাচ্ছে। মধুপুরের আনারসকে নিরাপদ এবং বাজার ব্যবস্থাপনায় উন্নয়ন করার লক্ষ্যে নিরাপদ আনারস উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় করণীয় শীর্ষক এক আলোচনা সভা আজ টাংগাইলের মধুপুরে সবুজ পৃথিবী আয়োজিত ও ব্যুরো বাংলাদেশ এর সহযোগিতায় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, ব্যুরো বাংলাদেশ এর হলরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) এ এইচ এম লোকমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল মধুপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ছরোয়ার আলম খান আবু ,সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাহবুবুল হক , কৃষি অফিসার মাহমুদুল হাসান।
এতে সভাপতিত্ব করেন ব্যুরো বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এবং সবুজ পৃথিবী’র প্রধান উপদেষ্টা মোঃ জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সবুজ পৃথিবী’র সমন্বয়ক স্বাধীন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত সাংবাদিক আনোয়ারুল হক ভূইয়া, সাংবাদিক এসবি রনি প্রমুখ।