আসাদ তালুকদারঃ শনিবার(২৭ জুলাই) নেত্রকোণায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী নেত্রকোণা জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্টিত হয়েছে।
সকাল ১১ টায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এতে অংশগ্রহন করে নেত্রকোণা উদীচীর সভাপতি মোস্তফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক অসীত ঘোষ, শিক্ষিকা তমা রায়, দেশ টিভির জেলা প্রতিনিধি লিটন ধর গুপ্ত, জনকন্ঠ জেলা প্রতিনিধি সঞ্জয় সরকার সহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
এসময় বক্তারা দেশব্যাপী গুজব অপপ্রচার ও গণপিটুনির বিরুদ্ধে সোচ্চার হয়ে আইন নিজের হাতে তুলে না নিতে সকলের প্রতি আহবান জানান।