লালমোহাম্মদঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আড়িলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাথা কাটা গুজব সহ বিদ্যূৎ থাকবে না গুজব বিষয়ে ২৫ জুলাই শিক্ষার্থীদের মা ও অভিভাবকদের এক সমাবেশ করা হয়েছে।
প্রধান শিক্ষক মোঃ লালমিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে সমাবেশে সচেতনতা মুলক বক্তব্য রাখেন – পি টি এ কমিটির সভাপতি ফরিদা বেগম, অভিভাবক আছমা খাতুন ও আঃ হান্নান। সহকারী শিক্ষক তাহমিনা আক্তার।
সমাবেশে বক্তারা বলেন – দেশে এক শ্রেনী স্বার্থানেষি মহল সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পদ্মা সেতুকে ইস্যূ করে মাথা কাটা ও বিদ্যূৎ না থাকার গুজব ছড়াচ্ছে। এটা গুজব, আমরা বিশ্বাস করি না এটা ষড়যন্ত্র মুলক নিছক গুজব। আমরা শিক্ষক অভিভাবক পাড়া মহল্লায় গন সচেতনতায় কাজ করবো। এ সমস্ত গুজব কেউ যেন বিশ্বাস না করে, সে ব্যাপারে আমরা পাড়া মহল্লায় প্রত্যেক এর সাথে কথা বলব।