পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার পক্ষ থেকে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিশাল র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি পূর্বধলা সাব রেজিস্ট্রার প্রঙ্গণ থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই স্থানে এসে র্যালীটি সমাপ্ত করে।
উক্ত র্যালীটিতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি শামীম হোসেন মাষ্টার, মাওঃ আব্দুল কাদির সদর (সভাপতি) বাংলাদেশ মুজাহিদ কমিটি পূর্বধলা উপজেলা শাখা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পূর্বধলা উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা মোজাম্মেল হক প্রমুখ।সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন পূর্বধলা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওঃ আমিনুল ইসলাম।
এছাড়াও পূর্বধলা ইউপি নির্বাচনে অংশগ্রহনকারী আব্দুর রাশিদ সহ অন্যান্য ইউপি চেয়ারম্যান প্রার্থীগন উপস্থিত ছিলেন। এসময় তাদের মুখে স্লোগান ছিল, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র।