পূর্বময় ডেস্কঃ
“গুজব ছড়ানো এবং গণপিটুনি দেওয়া আইন দন্ডনীয় অপরাধ, গুজব ছড়াবেন না আইন নিজের হাতে তুলে নিবেন না” এই শ্লোগান কে সমানে রেখে
আজ সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিট এর উদ্যোগে সম্প্রতি ছেলে ধরা গুজব প্রতিরোধে ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ এলাকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং সদর উপজেলার গ্রাম অঞ্চলে দিনব্যাপী সচেতনামূলক সতর্কীকরণ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
যুব সদস্যদের ব্যাতিক্রমধর্মী এই উদ্যোগে সচেতনামুলক লিফলেট
প্রচার, মাইকিং ও কাউন্সিলিং উল্লেখ্য।
ক্যাম্পেইন এর উদ্ভোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদ এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। সমাপ্তি ঘোষনা করেন সেক্রেটারি মো. তাজুল আলম।
উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব প্রধান মো.নাজমুল হক সরকার, উপ-যুব প্রধান রায়হান রাব্বী, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান মাহাবুব আলম, সহ যুব সদস্য বৃন্দ।