বাবলী আকন্দঃ প্রতিটি মানুষের জীবনে এবং সমাজে শান্তি প্রয়োজন। মানসিকভাবে শান্তির জন্য নৈতিকতা আবশ্যক। আর সেই নৈতিকতা ধর্মের মাধ্যমে গড়ে তোলা যায়। ধর্ম কখনো অন্যায় কিংবা মন্দ কাজের কথা বলে না। হিংস্রতা তা সে নারীর প্রতিই হোক,শিশুর প্রতি কিংবা যে কোন মানুষের প্রতিই হোক তা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।
মাদক, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির চলমান কার্যক্রমের অংশ হিসেবে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় গতকাল ময়মনসিংহ সদর উপজেলার চরঘাগড়া ইউনিয়নের মধ্যবাড়েড়ার অাল্- কারীমুল বারী রহমানিয়া দাখিল মাদ্রাসায় ক্যাম্পেইন পরিচালনা করে।
ক্যাম্পেইন পরিচালনাকালে বক্তাগণ বলেন, সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিকারের আগে প্রতিরোধ করতে হবে। সুশিক্ষা গ্রহণ করার পাশাপাশি সমাজে ভালো কাজের সহযোগী হতে হবে। মাদকের কারনে ব্যক্তি নিজে যেমন ধ্বংস হয় তেমনি মাদকাসক্ত ব্যক্তির কারণে পরিবার, সমাজ এবং দেশের উন্নয়ন ব্যাহত হয়। তাই মাদক থেকে দূরে থাকতে হবে। হিংস্রতা এবং সকল ধরনের কুসংস্কার, গুজব থেকে দূরে থাকতে হবে। যেকোন প্রয়োজনে সরকারের জরুরী সেবার জন্য ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা চাইতে পারে বলে উল্লেখ করেন বক্তাগণ।
আলোচনা শেষে মাদ্রাসার শিক্ষকগণসহ শিক্ষার্থীদের শপথ গ্রহণ করানো হয়। অাল্- কারীমুল বারী রহমানিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ শাহাব উদ্দিন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সমাজ উন্নয়নে পদকপ্রাপ্ত বিভাগীয় জয়ীতা সৈয়দা সেলিমা আজাদ, স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মকর্তা মোঃ মনোয়ারুল সেলিম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুল বারেক,স্বাবলম্বী’র আফরোজা আক্তার কনা, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার বাবলী আকন্দ, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রতন,স্বাবলম্বীর মোঃ জাকির হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাসহ প্রায় শতাধিক শিক্ষার্থীবৃন্দ।