আল.মামুন, তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় বৃহস্পতিবার উপজেলা হলরুমে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় জেলা প্রশাসক মিজানুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন সুলতানা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো: ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানগণ,কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
প্রশাসক (ডিসি) মিজানুর রহমান উপজেলার সর্বস্থরের মানুষের অভাব অভিযোগ সম্বন্ধে অল্প করে বক্তব্য দিতে বলেন। উপস্থিত সুধীজনরা উপজেলার প্রধান প্রধান সমস্যা গুলো উল্লেখ পূর্বক জেলা প্রশাসক মহোদয়ের হস্থক্ষেপ কামনা করেন।সুধীজনদের বক্তব্যের প্রেক্ষিতে উনি আশ্বাস দেন, তিনি বলেন আমরা সবাই যদি দীর্ঘ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ করতে পারি তাহলে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলতে পারবো। এসময় উপজেলা চেয়ারম্যান এড. ফজলুল হক বলেন,আমি শুনেছি আপনি পূর্বে নওগাঁ জেলায় ডিসি হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষা ক্ষেত্রে সেখানে ব্যাপক উন্নতি সাধন করেছেন। তারাকান্দা উপজেলায় শিক্ষার হার ৪৫% আমি আশা করবো আপনি তারাকান্দা উপজেলার শিক্ষার হার বৃদ্ধিতে সহায়তা করবেন।
তারাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার বক্তব্যে বলেন, এই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদটি সৃষ্টি করা হয়নি বিধায় আমাদেরকে এখনও ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমির) উপর নির্ভর করে অনেক দুর্ভোগ ও অসুবিধার সৃষ্টি পড়তে হয়। আমরা এই অবস্থা থেকে উত্তোরণের জন্য আপনার সহযোগিতা চাই।