পূর্বময় ডেস্কঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বানভাসি নামক পারফরম্যান্স আর্ট পরিবেশনায় অর্থ সংগ্রহের প্রোগ্রামকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু নীল দলের উদ্যোগ পরিচালিত হচ্ছে বলে দাবী করায় তীব্র নিন্দা জানিয়েছে বঙ্গবন্ধু নীল দল ।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক মেহেদী তানজীর এর অধীনে পরিচালিত এই “বানভাসি” পারফরম্যান্স আর্ট যা বন্যার্তদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করছে, এমন অবস্থায় বঙ্গবন্ধুর নীল দলের অবাঞ্ছিত সভাপতি ডঃ সিদ্ধার্ত দে যার ব্যক্তিগত ফেসবুক আইডি তে ঘোষণা করেন এটি বঙ্গবন্ধু নীল দলের আয়োজনে প্রোগ্রাম।
কিন্তু এমন কোন বিষয় বঙ্গবন্ধু নীল দলের কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সভায় গৃহীত হয়নি বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বঙ্গবন্ধু নীল দল ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু নীল দলের সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে সকলের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, নুসরাত তানিয়া দপ্তর সম্পাদক, সুব্রত কুমার দাস যুগ্ন সাধারন সম্পাদক বঙ্গবন্ধু নীল দল ও মৌন সম্মতি জানান বঙ্গবন্ধু নীল দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আবীর।
উপস্থিত সদস্যরা মিথ্যা তথ্য দেওয়ার প্রতিবাদে তীব্র নিন্দার পাশাপাশি বানভাসি নামক পারফরম্যান্স আর্ট পরিবেশনাকে সাধুবাদ জানিয়েছে।