নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা পাবলিক হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত মা সমাবেশে সাংবাদিকগণ বসার সময় মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন সাংবাদিকদের জন্য সংরক্ষিত চেয়ার লাথি মেরে সড়িয়ে দেয়।
তখন জেলার সকল সাংবাদিকগণ উত্তেজিত হলে নেত্রকোনা পৌরসভার মেয়রকে নিয়ে প্রেসক্লাবে এসে সকল সাংবাদিকদের কাছে তিনি ক্ষমা চান।
আজ মঙ্গলবার দুপুরে মোক্তারপাড়াস্থ পাবলিক হল মিলনায়তনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সামাজিক উদ্ধুদ্ধকরণ মতবিনিমিয় সভা ও মা সমাবেশে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির, অতিরিক্তি জেলা প্রশাসক আরিফুল ইসলামসহ জেলার সকল উপজেলা হতে জনপ্রতিনিধি, প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যরা।