লালমোাম্মদ শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্নস্থানে গড়ে উঠছে কবুতরের খামার। কবুতর পালনের নেশার পাশাপাশি এটি একটি লাভ জনক পেশা হিসেবে গ্রহন করে খামার তৈরী করছেন অনেকই।
নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের আক্কাছ আলী গড়ে তুলেছে বিশাল কবুতর খামার। যোগানিয়ার জিয়াউর রহমান খামারের পাশাপাশি বিভিন্ন হাটবাজারে বিভন্ন উন্নত জাতের কবুতর বেচাঁ-কেনা করেন। পৌর শহরের সিটপাড়া মহল্লার কবুতর প্রেমিক আবুল হোসেন পালন করেন দেশী কবুতর।
এ ছাড়া পৌরশহরের তারাগঞ্জ দক্ষিন বাজার মহল্লার খুচরা যন্ত্রাংশ ব্যবসায়ী শাহজাহান মিয়া তার দোকানের এক পাশে গড়ে তুলেছেন মিনি কবুতর খামার। শাহজাহান বিগত ৩ মাসে এই খামারে ৫০ হাজার টাকার কবুতর বেচাঁ- কেনা করেছেন। কবুতর পালনের নেশা এখন পেশা হিসেব গ্রহন করেছেন। তার সংগ্রহে রয়েছে উন্নত বিভিন্ন প্রজাতির নানা ধরনের কবুতর। জাতগুলো হচ্ছে সিরাজী,হুমার,লক্ষা,গিয়াসলী,কাজলী,গিরিবাজ,বোম্বাই,পারভিন,মুক্কি,চিলা ও ব্লু সার্ডিন।
শাহজাহান প্রতিবেদক কে জানান – দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নত জাতের কবুতর সংগ্রহ করে থাকেন এবং বিক্রিও করেন। তার খামারে ২০ থেকে ২৫ হাজার টাকা জোড়ার কবুতর সংরক্ষনে রয়েছে। শাহজাহান দেশের বিভিন্ন স্থান থেকে কবুতর সংগ্রহ করেন।