বাবলী আকন্দ ঃ নারীর প্রতি বেপরোয়া যৌন সহিংসতার বিরুদ্ধে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজ দাপুনিয়া ইউনিয়নের বুধবাড়িয়ায় স্বাবলম্বীর সহযোগিতায় স্বাবলম্বীর কিশোরী ক্লাবের কিশোরী ও তাদের অভিভাবকদের মাঝে ক্যাম্পেইন পরিচালনা করে।
এসময় বক্তাগণ বলেন, সোনার বাংলা গড়ার যেই স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি সেই স্বপ্ন নষ্ট হতে দেয়া যায় না। সমাজে যদি হিংস্রতা, সহিংসতা বেড়ে যায় তবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাই সহিংসতা প্রতিরোধে সুশিক্ষার পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যাতে আমার সমাজ থেকে এ ধরণের জঘন্য, হীনকাজ কমে যায়।
বক্তাগণ আরোও বলেন, নারীদের মানুষ বলেই ভাবতে শেখার মানসিকতা গড়ে তুলতে হবে এবং তা পরিবার থেকেই শুরু করতে হবে। পরিবারের পাশাপাশি বিদ্যালয় হচ্ছে মানুষ গড়ার স্থান এবং শিক্ষকগণ পিতৃতুল্য। সেই শিক্ষকদের এগিয়ে আসতে হবে। একটা জাতির মেরুদণ্ড শিক্ষকগণ যেন ছাত্র ছাত্রীদের সুশিক্ষা দেয়ার মধ্য দিয়ে সেই মেরুদণ্ড সোজা রাখায় এগিয়ে আসেন।
এসময় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সহ সভাপতি এড শিব্বির আহমেদ লিটন, সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আজাদ, নির্বাহী সদস্য বাবলী আকন্দ, স্বাবলম্বীর কর্মকর্তা আফরোজ আক্তার কনা, জাকির হোসেন, নাজনীন লাকি প্রমূখ। বক্তব্য শেষে শপথ গ্রহণ করানো হয়। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।