পূর্বময় ডেস্কঃ
নেত্রকোনায় ছেলে ধরা গুজব সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টহলে নেমেছে জেলা পুলিশের একটি টীম।
আজ শানিবার বিকেলে নেত্রকোনা মডেল থানা থেকে একটি পুলিশী টহল বের হয়ে সারা শহর ঘুরে। এছাড়াও জেলা শহরসহ বিভিন্ন উপজেলাতেও এই টহল শুরু হয়েছে।
নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, গেল বৃহস্পতিবার শহরের কাটলী এলাকায় সজিব নামে এক শিশুর গলা কেটে তাকে নৃশংসভাবে খুন করেছে প্রতিবেশী রবিন নামে এক মাদকাসক্ত যুবক। আর এটাকে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় গলা কাটা, ছেলে ধরাসহ বিভিন্নভাবে তুকে ধরা হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তীহীন এবং গুজব।
এরই প্রেক্ষিতে জেলায় মানুষের মাঝে একটু ভয়ের কারণ হয়েছে। সকলের মাঝে ছেলে ধরা বা গলা কাটার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এজন্যই সকলকে সচেতন করতে জঙ্গী-সন্ত্রাস, নাশকতা, মাদক, ইভটিজিং প্রতিরোধ এবং “ছেলে ধরা” গুজব সংক্রান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটর সাইকেল টহল।
তিনি আরো বলেন গ্রামের সাধারন মানুষ যাতে আতংংকিত না হয় সেজন্য প্রতিটি এলাকায় পুলিশী টহল চালানো হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের সাহায্য নেয়ার পরামর্শ দিয়েছেন।