স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ-সিলেট রেলপথে অান্ত:নগর ট্রেন চালুর দাবীতে গতকাল গণমূখী সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ এর উদ্যোগে ময়মনসিংহ রেলস্টেশন কৃষ্ণচূড়া চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি অাব্দুল হান্নান এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক নাজমুল হাসান রাজু খান এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন রেজাউল ইসলাম অাকাশ, সুজয় বসাক, সৈয়দ অারমান হোসেন ইমন, মো: অাজহারুল ইসলাম খোকন, মো: লিমন মন্ডল প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহাসিকভাবেই ময়মনসিংহের সাথে সিলেটের রয়েছে মেলবন্ধন। নিয়মিতভাবেই এই দুই অঞ্চলের মানুষ ময়মনসিংহ-সিলেটে যোগাযোগ করে থাকে। শিক্ষা-দীক্ষা, ব্যবসা-বাণিজ্য, চাকুরীসহ বিভিন্ন প্রয়োজনে প্রাত্যহিক যোগাযোগ করতে হয়। উন্নয়নের ক্রমবিকাশের ফলে নিয়মিত যোগাযোগ পূর্বের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। অথচ সহজ কোন যোগাযোগ মাধ্যম নেই। তাই মানুষের দীর্ঘদিনের দাবী ময়মনসিংহ-সিলেট রেলপথে অান্ত:নগর ট্রেন চালুকরণ।
মানববন্ধনে বক্তরা বর্তমান বাস্তবতার অালোকে অতীব প্রয়োজনীয় ময়মনসিংহ অঞ্চলের গণদাবী ময়মনসিংহ-সিলেট রেলপথে অান্ত:নগর ট্রেন চালু অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।