নকলা প্রতিনিধিঃ “মাছ চাষে গড়বো দেশ-বঙ্গ বন্ধুর সোনার বাংলাদেশ” মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ জুলাই বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতানা লাইলা তাসনীন।
এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত প্রাক্তন ও সদ্য উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতানা লাইলা তাসনীন বলেন, আমরা সব সময় সু-স্বাদু এবং দেশীয় মাছ চাষে, মৎস্য চাষীদের সচেতন করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাবো।