নকলা প্রতিনিধিঃ শেরপুরের নকলা উপজেলা পরিষদ হলরুমে ১৭ জুলাই বুধবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রায় ২০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচীর আওতায় শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরন,স্বাস্থ্য উপকরন, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এড. মাহাবুবুল আলম সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, ৬নং পাঠাকাটা ইউপি চেয়ারম্যান ফয়েজে মিল্লাত, উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের সভাপতি, সাধারন সম্পাদক এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় ২০০ পরিবারের অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।