স্টাফ রিপোর্টার ঃ নারী ও শিশু যৌন নির্যাতন দেশে একটি জাতীয় ও সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে। আমরা যখন বিশ্বে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক তখনই বাংলাদেশ ধর্ষণের দেশ হিসেবে বিশ্বে পরিচিতি হোক সেটা কারো কাম্য নয়। সেটা অবশ্যই উন্নয়নের পথে অন্তরায়। এসময় জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আজাদ ধর্ষণ প্রতিরোধে বিশেষ ট্রাইবুনাল গঠন করার জন্য সরকারের নিকট দাবী উত্থাপন করেন।
নারীর প্রতি বেপরোয়া যৌন সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি আয়োজিত গতকাল এক মানববন্ধনে বক্তাগণ এসব কথা বলেন।
জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এড নজরুল ইসলাম চুন্নু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আজাদের সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এড. এমদাদুল হক মিল্লাত, এড. এম এ কাশেম, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সহ সভাপতি এড শিব্বির আহমেদ লিটন,এড আব্দুল মোতালেব লাল,এড লীলা রায়, স্বাবলম্বীর কো অর্ডিনেটর মোঃ মনোয়ারুল ইসলাম সেলিম, আইইডির কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সহকারী সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন বাবুল, সদস্য মাশরুফা মিমি, মতিউর রহমান ফয়সাল, শুভ্র চক্রবর্তী, বাবলী আকন্দ, স্বাবলম্বীর কর্মকর্তা আফরোজা আক্তার কনা, শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রং, মানবাধিকার কর্মী মানিক বনিক, ফৌজিয়া নিশাত জেবা, নারী ফোরামের সদস্য সচিব সুবর্না ভৌমিক, ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটির সভাপতি মমিনুর রহমান প্লাবনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।