বাবলী আকন্দ ঃ আমি ব্র্যাক থেকে সেলাই প্রশিক্ষণ নিয়ে ছোট খাটো একটা টেইলার্সের দোহান দিসি। আমার এহানে বর্তমানে ৪ জন মেয়ে কাজ করছে। ভবিষ্যতে আমার স্বপ্ন আমার এই ছোট দোহান থেইক্যা একটা গার্মেন্টস তৈরী করব। যেহানে আরো ভাই বোনেরা তাদের কাজ খুঁজে পাবে। নিজের সফলতার কথাগুলো এভাবেই সহভাগিতা করছিলেন ব্র্যাক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আছিয়া খাতুন শান্তি।
পারভেজ সে আগে বেকার ছিল বলেই এদিক সেদিক ঘুরে সময় নষ্ট করতো। একদিন সে জানতে পারে ব্র্যাকে যুবদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সে সেখানে প্রশিক্ষণ নিতে যায়। বর্তমানে সে একটি ওয়ার্কশপে প্রশিক্ষণ নিচ্ছে। তার স্বপ্ন নিজে দক্ষ হয়ে একটি ওয়ার্কশপ পরিচালনা করবে এবং আরো বেকার ভাইয়েদের কর্মসংস্থানের সৃষ্টি করবে।
জীবন ও কাজের জন্য শিখতে শেখা বিষয়টিকে প্রতিপাদ্য করে জেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক এর সহযোগিতায় ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে( বিশ্ব যুব দক্ষতা দিবস) উপলক্ষে আজ ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশে প্রায় ২ মিলিয়ন যুবসমাজ শ্রম দিতে কর্মজীবনে প্রবেশ করে কিন্তু কর্মদক্ষতা না থাকায় দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হিমশিম খায়। যেসব যুবরা দেশের বাইরে শ্রম দিতে যায় তাদেরও কর্মদক্ষতা না থাকায় দেশের বাইরে থেকে বেশি উপার্জন করতে পারে না এবং তাদের অবস্থা নাজুক হয়। কিন্তু বর্তমান সরকারের ২০৪১ সালের এসডিজি অর্জনে পৌঁছাতে গেলে যুবদের দক্ষতা অর্জন করতেই হবে। যুবদের দক্ষতা অর্জন ও উপযুক্ত কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যেই বর্তমান সরকারের বিভিন্ন দপ্তর গুলো কাজ করে যাচ্ছে। বিশ্ব যুব দক্ষতা দিবসটি জাতিসংঘ ঘোষিত। এ দিনটি নিজেদের সফলতা, কাজের দক্ষতা তুলে ধরা ও সচেতনতামূলক দিন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক একে এম গালিভ খাঁন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। এসময় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক এর এরিয়া ম্যানেজার মলয় কুমার সাহা, পরে যুবদের নিয়ে ব্র্যাক এর কার্যক্রম তুলে ধরেন ব্র্যাক এর ডিষ্ট্রিক কো অর্ডিনেটর ফারহানা মিল্কি। উপস্থিত ছিলেন ব্র্যাক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ২০০ কর্মজীবী যুবক যুবতী।
উল্লেখ্য, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটারি, জলবায়ু পরিবর্তনসহ আরো কয়েকটি বিভাগ নিয়ে কাজ করছে ব্র্যাক। ব্র্যাক দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে ১৭ টি ট্রেডে কাজ করছে। ময়মনসিংহে ৯ টি ট্রেডে কাজ চলমান। এসব ট্রেডের সরাসরি প্রশিক্ষকদের মাধ্যমে যুবদের প্রশিক্ষণ করানো হয়।