পূর্বময় ডেস্কঃ
ঋতুকালিন স্বাস্থ্য পরিচর্যা ,পরিবার ,শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কর্মক্ষেত্রে কতটুকু বাস্তবায়ন হচ্ছে, এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিকদের লিখনির মাধ্যমে সমাজের কি ধরণের প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে এ নিয়ে ঋতুকালিন স্বাস্থ্য পরিচর্যা মূল্যায়ন টিমের এক মতবিনিময় সভা গত শনিবার বিকেলে উপজেলা সদরের থানা রোডের এসএম ইলেকট্রনিক্স শো-রুমে অনুষ্ঠিত হয়েছে।
মূল্যায়ন টিম লিডার ছিলেন খোকন মিত্র, সহযোগিতায় সাদিয়া নাজনীন শেফা ও আফিয়া জাহান সুস্মিতা। এছাড়া বাংলাদেশ নারি প্রগতি সংঘের নাবিলা খানম,কল্পনা ঘোষ,মাজহারুল ইসলাম মানিক, ডরফ এর দিদার উদ্দিন, মোশারফ হোসেন ও শাহজাহান কবির। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পূ্র্বধলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম শাহীন, আবুল আরশাদ,জায়েজুল ইসলাম,শাখাওয়াত হোসেন শিমুল ও শহিদুল আলম মামুন।