পূর্বময় ডেস্ক ঃ আজ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে জুন/২০১৯ মাসের মাসিক এবং এপ্রিল-জুন/১৯ মাসের ত্রৈমাসিক অপরাধ সভায় অনুষ্ঠিত হয়েছে। অপরাধ সভায় রেঞ্জের পুরষ্কারপ্রাপ্ত অফিসারদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশসুপার হিসেবে পুরষ্কৃত করা হয় শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম, শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাহজাহান মিয়া, শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ময়মনসিংহ গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক ময়মনসিংহ ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুর রহমান, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(ডিবি) ময়মনসিংহ ডিবির অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার), শ্রেষ্ঠ এসআই ময়মনসিংহ ১নং পুলিশ ফাঁড়ির এস আই মোঃ ফারুক হোসেন, শ্রেষ্ঠ মাদক দ্রব্য উদ্ধারকারী অফিসার ময়মনসিংহ ডিবির এসআই মোঃ নাজিম উদ্দিন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তি কারী অফিসার জামালপুর থানার এসআই মোঃ জহিরুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তি কারী অফিসার শেরপুর শ্রীবর্দী থানার এএসআই মোঃ নজরুল ইসলাম, শ্রেষ্ঠ কনস্টেবল ময়মনসিংহ ডিবির কনস্টেবল ৫৭৭ মো: আবু সামা, শ্রেষ্ঠ দফাদার মোহাম্মদ নূরনবী শেখকে পুরস্কৃত করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বিপিএম (বার), নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিপিএম, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, শেরপুর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ বাছির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপস্) রেঞ্জ অফিস একেএম মনিরুল ইসলামসহ অতিরিক্ত পুলিশ সুপারগণ ও রেঞ্জের কর্মকর্তাবৃন্দ।