নকলা প্রতিনিধি ঃ নকলা হাসপাতালে প্রায় অর্ধ কোটি টাকার রিপিয়ারিং,বাউন্ডারী এবং হাসপাতালের মূল গেইটের কাজে ব্যাপক দুর্নীতি। এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই শুক্রবার জুম্মার নামাজ শেষ হতেই দেখা যায় হাসপাতাল গেইটের ছাঁদ ভেঙ্গে মাটিতে।
গত ১৭ দিন আগে ছাদ ঢালাই করা হলেও, সিমেন্টের পরিবর্তে দোঁ-আশ মাটি, নিম্নমানের রড দিয়ে গেইটের কাজ করায় ছাদ মাটিতে পড়লে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান আসেন পরিদর্শনে এবং কাজ স্থগিত রাখার নির্দেশ দেন।
কিন্তু রিপিয়ারিং কাজে হাসপাতাল কোয়ার্টারের ৩য় তলা ছাদ ঢালাই করা হলেও দেদারসে ছাদ চুষে মূসলধারে ফোঁটা ফোঁটা পানি পড়ছে থাকার রুমে অভিযোগ সরকারী ভাড়াটিয়াদের।
২ ইঞ্চি বালির স্তরের উপর হালকা সিমেন্ট লাগিয়ে বসানো হচ্ছে টাইলস যা হয়তো ৫/৬ মাসও টিকে কিনা তাতেও সন্দেহ রয়েছে। কোন নজড়দারী নেই হাসপাতাল কর্তপক্ষের।