পূর্বময় ডেস্কঃ
“আমি কোন জমিদার বা তালুকদার না যে আমার মাথার উপর ছাতা ধরে রাখতে হবে। আল্লাহ্ তালা আমাকে সুস্থ রেখেছেন এবং নিজের কাজ নিজে করার মন মানসিকতা দিয়েছেন। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষার্থী আমার দাস নন”এসব কথা বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। আজ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির আয়েজনে বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৯ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে তার মাথার উপর ছাতা ধরলে তিনি এসব কথা বলেন।পরে তিনি নিজের ছাতা নিজেই ধরে রাখেন। তার এমন কর্মকান্ড প্রশংসা কুড়িয়েছে উপস্থিত শিক্ষকমন্ডলীর ও সাংবাদিকবৃন্দের।অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তার কর্মকান্ডের মাধ্যমে
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার,সম্মানিত শিক্ষকমন্ডলী সহ সাংবাদিক সমিতির সদস্যবৃন্দরা।প্রথমে অতিথিবৃন্দরা সাংবাদিক সমিতরি কক্ষে সাংবাদিক সমিতির সদস্যদের সাথে বিভিন্ন কথা বলেন। পরে বৃক্ষরোপণের মাধ্যমে সাংবাদিক সমিতির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০১৯ এর শুভ উদ্ধোধন করেন তিনি।