পূর্বময় ডেস্ক ঃ থিয়েটার সংলাপ এর আয়োজনে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক ঘরোয়া আড্ডার নগর ভ্রমণ এর অংশ হিসেবে পথ নাটকের গতি প্রকৃতি আলোচ্য বিষয় কে প্রতিপাদ্য করে গত ১২ জুলাই অনসাম্বল মুক্ত মঞ্চে মাসিক ঘরোয়া আড্ডা ২১ অনুষ্ঠিত হয়েছে।
সুবীর দত্তের সভাপতিত্বে বক্তাগণ বলেন, মঞ্চ নাটকের মান ফিরিয়ে আনতে দর্শকদের জন্য ভালো মানের নাটক মঞ্চে নামানো সেই সাথে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মঞ্চ নাটকে আগ্রহী করে তুলতে হবে। বর্তমানে নাটকের পৃষ্ঠপোষকতা না থাকাও মঞ্চ নাটকের প্রতি আগ্রহ হারাচ্ছে এর কলাকুশলীরা।
মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক আজহার হাবলু, অন্যান্য আলোচক হিসেবে ছিলেন নাট্যজন লক্ষণ চন্দ্র ধর, ছায়ানট সাংস্কৃতিক সংস্থার সভাপতি শরীফ মাহফুজুল হক আপেল, নাট্যজন এমদাদুল হক এমদাদ, অনসাম্বল থিয়েটার এর সভাপতি মো: আবুল মনসুর, রঙ্গভূমি থিয়েটার এর সভাপতি আনিসুজ্জামান হাসান, মলিউড সভাপতি হেদায়ুতুল হক টিংকু, বৈশাখী নাট্যগোষ্ঠী ফরিদপুর এর সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
থিয়েটার সংলাপ এর আয়োজনে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক ঘরোয়া আড্ডায় নগর ভ্রমণে সহযোগিতার জন্য স্মারক তুলে দেওয়া হয়েছে অনসাম্বল থিয়েটার ও রঙ্গভূমি থিয়েটার কে।
এছাড়াও মূখ্য আলোচক হিসেবে আজহার হাবলুকে এবং থিয়েটার বন্ধু হিসেবে ফরিদপুর এর জাহাঙ্গীর হোসেনকে থিয়েটার সংলাপ এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেয়া হয়েছে।
রঙ্গভূমি থিয়েটার এর সৌজন্যে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ও আঁকিবুকির জন্য পুরস্কার প্রদান করা হয়েছে।
সবশেষে স্বরচিত কবিতা পাঠ করেন পলাশ দেব, আজহার হাবলু, সঙ্গীত পরিবেশন করেন সুরাইয়া আক্তার কাকলি, অমিয় চন্দ, আমিনুল ইসলাম সাগর, সেলিম মাহমুদ, লাবণ্য। একক অভিনয় পরিবেশন করেন আলিফ হাসান স্বাধীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলাশ দেব।
এসময় থিয়েটার সংলাপ এর মাসিক মুখপত্র পঙক্তি’র জুলাই সংখ্যা সকলের হাতে তুলে দেওয়া হয়।