নকলা প্রতিনিধিঃ নিম্নমানের কাজের ফলে নকলা হাসপাতাল গেইটের ছাঁদ ভেঙ্গে মাটিতে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান।
এলাকাবাসীর মতে, সিমেন্টের পরিবর্তে মাটি এবং পরিত্যাক্ত বালি ও গ্রেডের রডের পরিবর্তে নিম্নমানের রড ব্যবহার করায় এমনটা হয়েছে বলে ধারনা করছেন।
তবে ঠিকাদার মোঃ আঃ ওয়াদুতের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের অনুপস্থিতিতেই রাজমিস্তারী তার নিজস্ব মতামতে গেইটের ছাঁদ ঢালাই করায় এমনটা হয়েছে।
বিষয়টি নিয়ে জেলা সিভিল সার্জনের সাথে ফোনে কথা হলে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না তবে আমি দেখছি বিষয়টি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিবর রহমান হজ্বে থাকায় হাসপাতাল আর হাসপাতালের নিয়মে চলছে না বলেও জানিয়েছেন অনেকেই।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, বিস্তারিত খতিয়ে দেখার আগ পর্যন্ত, রিপিয়ারিং সহ সকল কাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।