পূর্বময় ডেস্ক ঃ বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো আজ ময়মনসিংহ জেলা সফর করেছেন। এসময় তিনি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
ময়মনসিংহ শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ময়মনসিংহ সিটি করপোরেশন এর সর্বপ্রথম মেয়র মোঃ ইকরামুল হক টিটু। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা আর সহযোগিতায় ময়মনসিংহকে আধুনিক শহরে রুপান্তরিত করার লক্ষ্যে কাজ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা শহর ও জেলার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন খাতে সহায়তা দিবে চীনা সরকার। আজ ময়মনসিংহ পরিদর্শনে আসা বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময়কালে এ কথা জানান। সেই সাথে আগামী নভেম্বরে চীনের আমদানি মেলায় যোগদানের জন্য মেয়রকে আমন্ত্রণ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, সিটি কর্পোরেশনের সিইও মো. আনোয়ার হোসেনসহ চীনা রাষ্ট্রদূতের সফরসঙ্গী হোও ওয়েনজ, জুয়াং লিফেং, কাই চুনলেই, কিয়াও জিওবিন, লিও চুনতাও, মিসেস ইউ গনজাইটিস।