পূর্বময় ডেস্কঃ
‘১০০ বীর মুক্তিযোদ্ধার সন্ধান দিন ১০০ বই-কলম জিতে নিন’ শ্লোগান নিয়ে আরেকটি পুরস্কার প্রবর্তন করেছে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা। জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে ১০০ জন-এর জীবনী প্রকাশ করর লক্ষ্যে এই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। আর তাই বলা হয়েছে- ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা বলতে/লিখতে এবং বই আকারে প্রকাশ করতে আগ্রহী মুক্তিযোদ্ধার সন্ধান দিন। আপনার বাবা-ভাই বীর মুক্তিযোদ্ধা? অথবা আপনার সাথে পরিচয় আছে? তাহলে সেই মুক্তিযোদ্ধার বীরত্বগাঁথা ইতিহাস নিয়ে বই প্রকাশ করবো আমরা। আপনি কথা বলে, বীর মুক্তিযোদ্ধার অনুমতি সাপেক্ষে তাঁর ফোন নাম্বার ও ঠিকানা সহ যোগযোগ করুন- ০১৭১২৭৪০০১৫। সেই বীর মুক্তিযোদ্ধাদের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে বিজয়ের মাস ডিসেম্বরে। সেই আয়োজনে নির্বাচিত ১০ জন পাবেন এসবি ফুড-এর সৌজন্যে ১০০ বই ও কলম।
উল্লেখ্য, এর আগে গত বছরও সাউন্ডবাংলা পান্ডুলিপি পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকা ও সম্মাননা প্রদান করা হয়েছে লেখকদেরকে।