বাবলী আকন্দ ঃ ময়মনসিংহ ও তার আশেপাশের সবচেয়ে বড় সমস্যা দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনার স্থানগুলো যেগুলো বড় বড় ভাগাড়ে পরিণত হয়েছে।
ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার ময়লাকান্দার বিশাল ময়লা ভাগাড়ের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। এছাড়া শহর এবং ময়মনসিংহ অঞ্চলের ময়লার স্তুপগুলো বাতাসে দুর্গন্ধ ছড়ানোর মাধ্যমে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে।
ঢাকায় যাওয়ার পথে গাজীপুরের রাস্তার পাশেও ময়লার বড় বড় স্তুপ দেখতে পাওয়া যায়। এসব ময়লাগুলো সরানোর জন্য নানাভাবে মানুষ প্রতিবাদ জানিয়েছে। অনেকে সোশ্যাল মিডিয়াগুলোতেও পরিবেশ রক্ষায় এটিকে সামনে তুলে এনেছেন।যারা এটা নিয়ে এতোদিন কথা বলেছেন এবং যারা ভুক্তভোগী আছেন তাদের আর হতাশ হতে হবে না।
ময়লা ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ সিটি করপোরেশন এর মেয়র,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য কর্মকর্তাগণ বিষয়টি নিয়ে কয়েকবার বৈঠক করেছেন। বৈঠকে উঠে আসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একটি জায়গায় প্লযনান্ট বসানো হবে। সেখানে শহরের সকল বর্জ্য এনে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সার ও গ্যাস উৎপাদন করা হবে। এতে করে ময়লা ও বর্জ্য ব্যবস্থাপনাও হবে সেই সাথে সার ও গ্যাস ও উৎপাদন করা হবে। মানুষ সুস্থ থাকবে এবং পরিবেশ থাকবে নির্মল।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আবুল কালাম আজাদ উনার সাথে অচিরেই যোগাযোগ করে সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গাজীপুরের মেয়র ও আগ্রহ দেখিয়েছেন। তাই সবাইকে সাথে নিয়ে বর্জ্য ব্যবস্থাপনার মধ্য দিয়েই গড়ে উঠবে পরিবেশবান্ধব নগরী, এটাই সকলের প্রত্যাশা।