পূর্বময় ডেস্ক ঃ ৪ দফা দাবিতে ৩য় দিনেও ক্লাস, ক্লিনিক্যাল, প্র্যাকটিস, পরীক্ষা বর্জন করে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ করে কলেজে অবস্থান নেয় ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশন,ময়মনসিংহ নার্সিং কলেজ এর সাবেক সাধারন সম্পাদক এবং বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্টস’ নার্সেস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিঠির সাংগঠনিক সম্পাদক জানান , তাদের ৪ দফা দাবি মেনে না নেওয়ায় সকাল ১১ ঘটিকায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্লাস, পরীক্ষা বর্জন করে ৩য় দিনের মত ক্যাম্পাসে অবস্থান করে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রাখেন এবং দাবি মেনে না নিলে তারা আগামীকাল ক্যাম্পাস থেকে বের হয়ে ময়মনসিঙ্ঘ মেডিকেল কলেজ প্রাঙ্গন হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চরপাড়া মোড় হয়ে হাসপাতাল এর বহিঃর্বিভাগ দিয়ে নার্সিং কলেজ পর্যন্ত তারা বিক্ষোভ মিছিল বের করবেন।
তিনি অতি দ্রুত কর্তৃপক্ষকে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহবান জানান অন্যথায় অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করার হুমকি দেন।