দূর্গাপুর প্রতিনিধিঃ
নেত্রকোণার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানমকে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দন্ডিত হচ্ছেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বারআনি গ্রামের মাহতাব শেখের ছেলে শিমুল শেখ (২৫) ।
রবিবার রাতে দুর্গাপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী হাকিম ইউএনও ফারজানা খানম এই দন্ড দেন বলে জানান, ওসি মিজানুর রহমান।
ওসি জানান, রবিবার বিকেলে ঢাকা থেকে বিআরটিসি বাসযোগে কর্মস্থল দুর্গাপুরে আসছিলেন ইউএনও। পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শ্যামগঞ্জ মোড় থেকে ওই বখাটে যুবক বাসটিতে উঠেন।বাসে উঠার পর থেকেই যুবকটি ইউএনও ফারজানা খানমকে নানাভাবে উত্যক্ত করছিলেন। বখাটেপনা না করতে ইউএনও ওই যুবকটিকে নিষেধ করেন। বাসের হেলপারও শিমুলকে নিষেধ করেন। কিন্তু শিমুল তাতে কর্ণপাত না করে উত্যক্ত করতে থাকেন। পরে ইউএনও বিষয়টি থানায় জানালে বাসটি দুর্গাপুর বাসট্যান্ডে থামার পর শিমুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমান আদালত শিমুলকে এক মাসের কারাদন্ড দিয়ে কারাগারে পাঠান।