পূর্বময় ডেস্ক ঃ দ্বিতীয় দিনের মত ময়মনসিংহ নার্সিং কলেজে ক্লাস ,প্র্যাকটিস এবং পরীক্ষা বর্জন করে প্রতিবাদ সমাবেশ করল শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিঠির সাংগঠনিক সম্পাদক এবং স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশন , ময়মনসিংহ নার্সিং কলেজ শাখার সদ্য সাবেক সাধারন সম্পাদক শাব্বির আহমদ তার বক্তব্যে উল্লেখ করেন যে আমাদের যে চার দফা দাবির আন্দোলন সেটা সরকারের বিরুদ্ধে না বরং স্বাধীনতার চেতনা বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে, যাদের কারনে আজ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে নার্সবান্ধব নেত্রী স্বাস্থসেবার উন্নয়নের জন্য নার্সদের সব দাবি মানতে চাইলেও যারা এর পথে কাটা হয়ে দাঁড়িয়েছে। আমরা শুধু জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাই আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য।
তিনি আরো বলেন যে, নতুন এই কারিকুলাম বাস্তবায়ন হলে তারা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হবেন। ফলে রোগীদের মানসম্মত সেবা দিতে ব্যর্থ হবেন এবং তাদের যথাযথ শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন করে ন্যায্য সেক্টেরের সাথে তাল মিলিয়ে অতি দ্রুত বিসিএসে সেবা ক্যাডার এর অন্তর্ভুক্তি করতে বিনীত আহবান জানান।
প্রেক্টিকাল ক্ষেত্রে উন্নত মানের শিক্ষার্জনে ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃজন পুর্বক কপলেজগুলোতে প্রভাষক , অধ্যাপক পদ সৃষ্টি করত পূর্ণাঙ্গ কলেজে রুপান্তর করতে সরকারের প্রতি বিশেষ ভাবে আহবান জানান। সর্বশেষে তিনি যুগের সাথে তাল মিলিয়ে বৃত্তি ভাতা ২ হাজার থেকে ৫ হাজার এবং ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান। এছাড়াও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ নার্সিং কলেজের প্রধান উপদেষ্টা নাজমিন আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।