পূর্বময় ডেস্ক ঃ ময়মনসিংহ সিটি করপোরেশনের সানকীপাড়া শেষমোড়ে ছয়তলা একটি ভবনের উপর আরেকটি ভবন হেলে পড়েছে। ভবন হেলে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে এ দুটি ভবনের লোকজন। ভবনটির মালিক সিটি কর্পোরেশনের ৪নং কাউন্সিলর মাহবুবুর রহমান দুলাল। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কোতোয়ালী মডেল থানা পুলিশ ও সংবাদকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ভীড় জমান। জনসাধারণের ভীড় সামলাতে পুলিশ হিমসিম খাচ্ছে।
শহরের ২নং ফাঁড়ি পুলিশের এসআই দেবাশীষ সাহা জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পান সানকিপাড়া শেষ মোড়ে একটি ভবন পার্শ্ববর্তী ভবনের উপর হেলে পড়ে। এতে ভবন দুটির বাসিন্দারা আতংকিত হয়ে পড়েন। দ্রুত কোতোয়ালী, ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। ভবনের বাসিন্দাদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন শত চেষ্টা করেও তাদেরকে অন্যত্র সরাতে পারেনি। তবে ভবনের বাসিন্দাদের অন্যত্র সরাতে পুলিশ ও ফায়ার সার্ভিস শেষ পর্যন্ত চেষ্টা করছেন বলে পুলিশের এই এসআই জানান। অপরদিকে স্থানীয়দের অভিযোগ ইমারত নির্মাণ আইন উপেক্ষা করে প্রভাব বিস্তার করে স্থানীয় কাউন্সিলর এই ভবনটি যেনতেনভাবে নির্মাণ করেন।