লালমোহাম্মদঃ
শেরপুরের নালিতাবাড়ী সূর্যনগর গাগলাজানী দাখিল মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক (ভারপ্রাপ্ত সুপার) রফিকুলের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি ও জালিয়াতে অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করা হয়েছে।
লিখিত আবেদন ও তথ্যানুসন্ধানে জানাযায় — ১৯৮৭ সালে মোঃ রফিকুল ইসলাম তৎকালীন মাওলানা মোঃ হাফেজ উদ্দিন সুপার থাকাকালীন সময়ে সহকারী শিক্ষক (মৌলভী) হিসেবে যোগদান করেন। ২০০১ সালে সুপার হাফেজ উদ্দিন অবসর প্রাপ্ত হয়। শুন্যপদে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব গ্রহন করেন সহকারী সুপার মোঃ আনসার আলী। তিনি ২০১৩ সাল পযর্ন্ত সুপার পদে দায়িত্ব পালন করাবস্থায়২০১৪ সালে মাদরাসায় পূর্নাঙ্গ সুপার পদ সহ অন্যান ৩ পদে নিয়োগ বিজ্ঞপি প্রকাশ করা হয়। মাদরাসা কর্তৃপক্ষের আভন্ত্যরিন কারনে নিয়োগ স্হগিত হয়ে যায়। নিয়োগ স্হগিত হলে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রনালয়ের ২০১১ সালের ৬ জুন জারী কৃত পরিপত্র উপেক্ষা করে মৌলভী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রভাব খাটিয়ে অন্যায় ভাবে অবৈধ প্রক্রিয়ায় ভারপ্রাপ্ত সুপার পদে দায়িত্ব গ্রহন করেন। এই প্রেক্ষিতে ২০১৫ সালে তৎকালীন ম্যানেজিং কমিটি ২২ এপ্রিল
বে অাইনি ভাবে ভারপ্রাপ্ত সুপার পদ দখলের অভিযোগে মোঃ রফিকুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়ে সহকারী সুপার এ কে আজাদ কে ভারপ্রাপ্ত সুপারের পদে দায়িত্ব দেন। মোঃ রফিকুল ইসলাম কমিটির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্চ করে আদালতে মামলা করেন। মামলাটি বিনা নোটিশে খারিজ হয়।
সূর্যনগর গাগলাজানী দাখিল মাদরাসার শূন্য সুপার পদের জটিলতার মধ্যদিয়ে মৌলভী শিক্ষক রফিকুল ইসলাম সরকারের এমপিও ভুক্ত তালিকার সুপার বা অন্যকোন পদের উল্লেখিত শিক্ষক না হয়েও জালিয়াতি করে উচ্চতর স্কেলের বেতন ভাতাদি অবৈধ ভাবে অনৈতিক সুবিধা গ্রহনে সরকারে টাকা পকেটস্থ করেন।অবৈধ ভাবে সুপার পদে অধিষ্ঠিত থাকেন। তার অবৈধ ক্ষমতা দখলে শিক্ষাবিভাগের সরকারী বিভিন্ন অফিস ভারপ্রাপ্ত সুপারের পদটি সহকারী সুপার মোঃ অানসার আলীকে বুঝিয়ে দিয়ে তাকে অব্যাহতির নির্দেশ দেন। কিন্ত তিনি সকল নির্দেশ উপেক্ষা করে নিজের অবস্থান সুদৃঢ় করার অপচেষ্টায় লিপ্ত হন।তিনি কৌশল গ্রহননকরে স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি ইলিয়াস উদ্দিন কে এডহক কমিটির সভাপতি ও কৃষি শিক্ষকের তথ্য আড়ালে রেখে মৌলভী শিক্ষক দেখিয়ে সদস্য নিয়োগ দেন।
এডহক কমিটির অনুমোদনের ক্ষেত্রে স্থানীয় সংসদের সুপারিশে সাবেক কৃষি মন্ত্রী সাংসদ মতিয়া চৌধুরীর স্বাক্ষর জালিয়াতি করেন। স্বাক্ষর জালিয়াতির অভিযোগে উপজেলা যুবলীগ ইউনিয়ন যুবলীগ সভাপতিকে পদন থেকেন অব্যাহতি দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান সাংবাদিকদের জানান, অভিযোগ পেয়েছেন, অভিযোহ যাচাই বাচাই করা হচ্ছে। মাদরাসায় গিয়ে মোঃ রফিকুল ইসলামকে পাওয়া যায় নি। জানাযায় তিনি বেশীর ভাগ সময় অনুপস্থিত থাকেন।
নালিতাবাড়ীতে মাদরাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি জাল জালিয়াতির অভিযোগ
Date:
Share post: