নেত্রকোনা প্রতিনিধিঃ
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে দায়ের করা মামলায় নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) আদালতে হাজিরা দিয়েছেন।গত সোমবার সোয়া তিনটার দিকে তিনি নেত্রকোনা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এ সময় আদালতের বিচারক মাহমুদুল ইসলাম তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি ওয়ারেসাত হোসেন বেলালের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শহিদুল্লাহ নিশ্চিত করেছেন।
পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার ও নির্বাচিনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ১২ জুন নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংসদ সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিশন সচিবালয়ের উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এই নির্দেশ দেওয়া হয়। পরে গত ১৬ জুন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহ্সিম বাদী হয়ে পূর্বধলা থানায় এই মামলা দায়ের করেন।