নকলা প্রতিনিধি, শেরপুরঃ
সারা দেশের ন্যায় শেরপুরের নকলাতেও সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা, রেশন এবং পেনশনের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করছে নকলা পৌরসভা কার্যালয়ের সকল কমৃকর্তা কর্মচারীবৃন্দ।
১লা জুলাই সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভা গেইটে তালা লাগিয়ে, গেইটের বাইরে অবস্থান নেন তারা। ফলে পরিচয়পত্র, নাগরিক সনদ এবং জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারেননি অনেকেই। অবস্থান কর্মসূচী চলা অবস্থায় পৌরসভার সমস্ত নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিয়ে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নকলা উপজেলা শাখার সভাপতি পৌর ইঞ্জিনিয়ার আঃ মোতালেব এর সাথে কথা হলে তিনি বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এসোসিয়েশনের নির্দেশ মোতাবেক কার্যক্রম অব্যাহত থাকবে। ২ জুলাই মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শেরপুর জেলা প্রেসক্লাবের সামনে অবস্থান করার কথাও জানিয়েছেন সভাপতি আঃ মোতালেব।
তিনি আরো বলেন, এর মধ্যে সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আগামী ১৪ জুলাই রবিবার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী সহ অনশনে যাবেন বাংলাদেশের সমস্ত পৌরসভা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।