আসাদ তালুকদারঃ রবিবার(৩০ জুন) বেলা বারোটায় নেত্রকোণা পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌরভবনের তৃতীয়তলায় আয়োজিত এ সাংবাদিক সম্মেলন এ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈন উল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাজাহান মিয়া ও সভাপতিত্ব করেন পৌরমেয়র নজরুল ইসলাম খান।
এসময় মেয়র পৌরসভার ১৩৮ কোটি ৮৮ লক্ষ ৫১ হাজার ২২০ টাকার ঘোষিত বাজেটের খাতগুলো নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।