লালমোহাম্মদ, শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ীত মাদক বিরোধী অভিযানে ৫ লক্ষ ১৪ হাজার টাকা জব্দ সহ থানা পুলিশ ও ডিবির অভিযানে মাদক ব্যবসার বিনিয়োহ কৃত ৫ লক্ষ ১৪ হাজার টাকা ও ৬০ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসা ও মাদক আইনের অভিযুক্ত ৯ আসামী সহ ১১ আসামী কে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নালিতাবাড়ী থানা সুত্রে জানাগেছে ২৯ জুন শনিবার দিবাগত রাত থেকে ৩০ জুন রোববার সকাল ৭ টা পযর্ন্ত নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন স্থানে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দল ব্লক রেড পরিচালনা করেন। ব্লক রেইড অভিযানে পৌরসভার আড়াই আনী জেল খানা মোড় থেকে আমজাদ হোসেন( ৪৯) ও তার স্ত্রী মর্জিনা বেগম ( ৩০) কে ৬০ পিছ ইয়াবা ও মাদক ব্যবসায় বিনিয়োগ কৃত ৫ লক্ষ ১৪ হাজার টাকা সহ আটক করা হয়। অপর দিকে তারাগঞ্জ দক্ষিন বাজার মহল্লায় আব্দুল বারেকের পুত্র সুমন মিয়া( ৩০),আব্দুল কুদ্দুসের পুত্র উজ্জল (৩২) আবুল মুনসুরের পুত্র রুবেল মিয়া (৩০) হাকিম মোল্লার পুত্র শাহিনমোল্লা+ ২৯) কাজল ঢালীর পুত্র মাহমুদুল হাসান ঢালী (২২) কার্তিক রবিদাসের পুত্র নিতাই রবিদাস (২০),শেরপুরের দুলাল চৌধুরীর পিপুল (৪০)পুরাগাওঁ আন্ধারুপাড়া গ্রামের আব্দুল খালেকের পুত্র ফেরদৌস আলম( ৩২)কে ময়না ও টিয়া পাখি সহ আটক করে।
নালিতাবাড়ী থানা পুলিশ ৯ জনের বিরুদ্ধে মাদক আইনে ও ২ জনের বিরুদ্ধে বন্য পাখি আটক রাখার অভিযোগে মামলা রুজুকরে আটককৃতদের আদালতে প্রেরন করেন।
আটক কৃত সুমনের বিরুদ্ধে ৯টি ও রুবেলের বিরুদ্ধে ৬ টি অন্যদের বিরুদ্ধেও একাধীক মামলা রয়েছে।
জেলা পুলিশ সুপারের নির্দেশে নালিতাবাড়ী থানার ওসি আবুল খায়ের ও ওসি তদন্ত সরোয়ার হোসেন ও জেলা গোয়েন্দাপুলিশ অভিযান পরিচালনা করেন।
নালিতাবাড়ীতে ব্লক রেড অভিযানে ৫ লক্ষ ১৪ হাজার টাকা জব্দ, ময়না ও টিয়াপাখি সহ আটক ১১
Date:
Share post: