নকলা প্রতিনিধিঃ
৩০ জুন রবিবার শেরপুরের নকলা পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। বেলা ১২টার দিকে প্যানেল মেয়র মোঃ আঃ আওয়াল (সেলিম) এর উপস্থাপনায় নকলা উপজেলার পৌরসভা কার্যালয়ের হলরুম থেকে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন, পৌর-পিতা হাফিজুর রহমান (লিটন)। এ সময় পৌরসভা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের নেত্রীবৃন্দ, রাজনৈতিক নেত্রীবৃন্দ, শিক্ষক এবং সাংবাদিকবৃন্দগন উপস্থিত ছিলেন।
২০১৯-২০ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের মধ্যে রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে- ৪কোটি ৭৫লাখ ৮১হাজার ৭শত ৩৬ টাকা এবং রাজস্ব খাতে প্রস্তাবিত ব্যায় ধরা হয়েছে- ৪কোটি ৪৪লাখ ৩০হাজার টাকা।
উন্নয়ন খাতে প্রস্তাবিত প্রাপ্তি ধরা হয়েছে- ৪১কোটি ৮৭লাখ ৩৫হাজার ৪শত ৮৯টাকা এবং উন্নয়ন খাতে প্রস্তাবিত ব্যায় ধরা হয়েছে- ৪১কোটি ৬০লাখ টাকা।
মূলধন খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে- ১কোটি ২১লাখ ২০হাজার ৩শত ২২টাকা এবং মূলধন খাতে প্রস্তাবিত ব্যায় ধরা হয়েছে- ২০লাখ টাকা।
প্রস্তাবিত বাজেট উপস্থাপন শেষে সাংবাদিক, শিক্ষক এবং সুশীল সমাজের প্রস্তাবিত বাজেট নিয়ে করা বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র। চলতি অর্থ বছরে প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে, উপস্থাপিত প্রশ্নের আলাদা আলাদা জবাব সহ এবং যত দ্রুত সম্ভব এই অর্থ বছরেই সাবেক সফল কৃষিমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরীর নির্দেশ মোতাবেক নকলা পৌরসভাকে ডিজিটাল পৌরসভায় রুপান্তরে সকল সমস্যা নিয়ে কাজ করবেন নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।