লালমোহাম্মদঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভারতের মেঘালয়ের পাদদেশ পাহাড়ী জনপদে পোড়াগাও ইউনিয়নে বারমারী বাজারে ২৮ জুন শুক্রবার নাহার প্লাজা আবাসিক হোটেল উদ্বোধন করা হয়েছে।
পোড়াগাও ইউনিয়ন বাংলাদেশ উত্তর সীমান্ত পাহাড়ী জনপদ। এই জনপদে ময়মন সিংহ বিভাগের বৃহত্তম মধুটিলা ইকোপার্ক।পার্শ্ববর্তী ইউনিয়নে নাকুগাওঁ স্হল বন্দর ও ইমিগ্রেশন অফিস। পর্যটন এলাকা হিসেবে এমনিতেই পর্যটকদের ভীর, ইমিগ্রেশন ও স্থল বন্দরের জন্য বিদেশীদের যাতায়াত। শুধুমাত্র পর্যটন এলাকায় না নালিতাবাড়ী পৌর শহরে কোন আধুনিক আবাসিক হোটেল না থাকায় অনেক সময় রাত্রী যাপন অনিশ্চয়তায় ভোগে। সকল দিক বিবেচনা করে পোঁড়াগাও ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ আজাদ মিয়া বারমারি বাজারে নির্মান করছেন অত্যাধুনিক নাহার প্লাজা এসি আবাসিক হোটেল। পর্যটক ও বিদেশীদের পূর্ন নিরাপত্তায় রাতি যাপনের নিশ্চয়তা।
চেয়ারম্যান আজাদ মিয়া সাংবাদিকদের জানান, আমি নানা দেশে ভ্রমন করেছি। বিভিন্ন আবাসিক হোটেলে থেকেছি ও দেখেছি। আমি সর্বাধিক গুরুত্ত্ব দিয়ে হোটেলটি করেছি। কিচেন সহ আধুিনক হোটেল নাহার প্লাজা। হোটেলটি উদ্বোধন করেন আমদানী রপ্তানী কারক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল।পুজাঁউদযাপন পরিষদের সভাপতি অরুন চন্দ্র সরকার, বিজিবি কোঃ কমন্ডার শাহজাহান, হাফিজুর রহমান জুঁয়েল। রামচন্দ্র কুড়া মন্ডলিয়া পাড়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ অালম খোকা, বিশিষ্ট ব্যবসায়ী আশিষ সাহা।