পূর্বময় ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র ছাত্র হল অগ্নিবীণা। বিশ্ববিদ্যালয়টি ঈদ ও বিভিন্ন উৎসবের জন্য ৩৭ দিন ছুটিতে যাওয়া আগে হলের আবাসিক শিক্ষার্থীরা ওয়াইফাই ব্যবস্থা উন্নতির জন্য লিখিত অভিযোগ দেয়।কিন্তু প্রশাসন কোন কার্যকরী ভূমিকা না নেওয়ায় তার কিছু দিন পরেই আইসিটি সেলে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।প্রশাসন থেকে সেই সময় আশ্বাস দেওয়ায় আন্দোলন বন্ধ করে আবাসিক শিক্ষার্থীরা।কিন্তু আশ্বাসের দীর্ঘদিন পরেও একই অবস্থা ওয়াইফাই ব্যবস্থার। উন্নতি পরিবর্ততে আরো অবনতি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, হলের মাঝখানে একটি টাওয়ারে ২ টি রাউটার। আর মাত্র ২ টি রাউটারে চলছে পুরো হলের ওয়াইফাই ব্যবস্থা।
হলের আবাসিক শিক্ষার্থী শাকিল রানা বলেন,” আমাদের এসাইমেন্ট,প্রেজেন্টেশন ও বিভিন্ন কারণে নেটের প্রয়োজন হয়। হলের ওয়াইফাই আমাদের কোন কাজে আসতেছে না। তাহলে তো এমন ওয়াইফাই ব্যবস্থার কোন দরকার নেই, শুধু শুধু প্রশাসনের টাকা নষ্ট। এমন ইন্টারনেট বন্ধ করাই শ্রেয়।”
আইসিটি সেলের সহকারী পরিচালক মহসিন সুলতানা বলেন, ৯০% ওয়াইফাই সুবিধার কথা চিন্তা করে আমরা প্রসাশনের কাছে ৭ লক্ষ্য টাকার বিল দিয়েছি। কিন্তু আমাদের প্রায় ২ লক্ষ্য টাকা দেওয়া হয়েছে।এই অর্থায়নের যা করা যায় তাই করার চেষ্টা করেছি”।
তিনি আরো বলেন,” প্রশাসনের সাথে কথা হয়েছে তারা কিছু দিনের মধ্যেই বাজেট বাড়াবে এবং বাজেট বাড়ানোর সাথে সাথে আমরা আবার কাজ করা শুরু করবো”।
অনেক শিক্ষার্থীরা অল্প সময়ের মধ্যে ওয়াইফাই ব্যবস্থার উন্নতি না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।