স্টাফ রিপোর্টার ঃ শিক্ষা সফর উপলক্ষে গতকাল ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি (বিপিএম) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৩৬ তম বিসিএস পুলিশ এর শিক্ষানবিশ সহকারী পুলিশসুপারগণ। এদের মধ্যে ১৩ জন পুরুষ এবং দুজন নারী শিক্ষানবিশ সহকারী পুলিশসুপার ছিলেন। সৌজন্য সাক্ষাতে রেঞ্জ ডিআইজি কার্যালয়সহ এর বিভিন্ন দিকগুলো প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার একেএম মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জয়ীতা শিল্পী, সহকারী পুলিশসুপার (সমন্বয়ক) ইয়াকুব হোসেন প্রমুখ।