বাবলী আকন্দ ঃ পারিবারিক ও সামাজিক নির্যাতন সব আমাদেরই সহ্য করতে হবে। প্রধানমন্ত্রীর কাছে স্বীকৃতি পেয়েছি কিন্তু সমাজের মানুষের কাছে স্বীকৃতি পাইনি। কথাগুলো বলছিলেন সেতুবন্ধন কল্যাণ সংঘের একজন হিজড়া সদস্য।
সবার সহযোগিতাই আমাদের পাথেয়- বিষয়টিকে প্রতিপাদ্য করে সেতু বন্ধন কল্যান সংঘের উদ্যোগে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগীতায় স্থানীয় এক রেষ্টুরেন্টে ওপেন ডে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে |
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রীর বদৌলতে হিজড়ারা তাদের অধিকারগুলো ফিরে পাচ্ছে। বর্তমানে তারা শিক্ষাবৃত্তি থেকে শুরু করে প্রশিক্ষণ ভাতা,বয়ষ্ক ভাতা পাচ্ছে। পাসপোর্টে তারা এখন তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়া নাম ব্যবহার করছে। তারা ক্রেন্দ্রীয় ব্যাংক থেকে বিনা জামানতে লোন পাচ্ছে এবং প্রতিটি জেলায় তা বাস্তবায়নের জন্য নির্দেশনা আছে। এছাড়া আগামীতে বৈষম্য নিরোধ আইনের মাধ্যমে সম্পত্তির ভাগ বাটোয়ারা লাভ করবে। হিজড়াদের পূনবার্সনের জন্য অনুরোধ জানিয়েছেন এই জনগোষ্ঠী।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা অাওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী অাজাদ জাহান শামীম, জেলা অাওয়ামীলীগের সদস্য এমদাদুল হক সেলিম, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ঢাকার ম্যানেজার মেজবাহ উদ্দিন অাহমেদ বিরাজ, ময়মনসিংহ জেলা অাওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ভাষানী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেতু বন্ধন কল্যান সংঘের সভাপতি দুলারী হিজড়া | এছাড়াও অারো উপস্থিত ছিলেন, সেতু বন্ধন কল্যান সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি অালমগীর খান মুক্তা, সাবেক সভাপতি বিপ্লব, সহ-সভাপতি জাহিদ, সাবেক সাধারন সম্পাদক অানিসুর রহমান তনু, সাংস্কৃতিকজন নাজমুল হাসান রাজু খান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত হিজড়ারা মুক্ত অালোচনা করে এবং নাচ গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশন করে |
উল্লেখ্য, সেতু বন্ধন কল্যান সংঘ হিজড়াদের শিক্ষার ব্যবস্থা করা স্বাস্থ্য সেবা নিশ্চিত করা,, জীবনযাত্রার মান বৃদ্ধি ও তাদেরকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে নিয়োজিত করা তাদেরকে কাউন্সিলিং করার মতো বিষয়ে কাজ করে থাকে |