মোঃ নজরুল ইসলামঃ নেত্রকোনা জেলার পূর্বধলায় গত কয়েক দিনের প্রচন্ড গরমে অতীষ্ট হয়ে ওঠেছে পূর্বধলার আপামর জনতার জনজীবন।গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। প্রচন্ড গরমের তাপদাহে কাবু হয়ে অনেক মানুষই শরনাপন্ন হয় স্থানীয় হাট বাজারের ইলেকট্রনিক্স -এর দোকানে ফ্যান ক্রয় করার জন্য। অনেকেই আবার এসি ও ক্রয় করেছেন এ প্রচন্ড গরম থেকে একটু সস্তির আশায়।পূর্বধলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এস এম ইলেকট্রনিক্স এর সত্বাধিকারী শাখাওয়াত হোসেন শিমুল জানান, গত কয়েক দিনের গরমে দোকানের প্রায় সব ফ্যান বিক্রি হয়ে গেছে এবং কয়েকটি এয়ার কুলার ও বিক্রি করেছি।গতকাল ভোর রাতে বৃষ্টি শুরু হওয়ার পর মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তির নিঃশ্বাস।