ময়মনসিংহে শান্তিমিত্রের পিপিএইচআরএম প্রকল্পের সফলতা

Date:

Share post:

স্টাফ রিপোর্টার ঃ আগে আমি সবার সামনে কথা বলতে পারতাম না,নিজের মধ্যে জড়তা কাজ করতো। কিন্তু শান্তি মিত্রের এসব কর্মশালা করে আমার মধ্যে পরিবর্তন এসেছে। আমি এখন ভালো মন্দ বুঝতে পারি, সবার সামনে কথা বলতে পারি। কথাগুলো বলছিল মুক্ত বিহঙ্গ মানবাধিকার ক্রেন্দ্রের সদস্য লামিয়া। পশ্চিমা কমিউনিটির ব্রহ্মপুত্র মানবাধিকার ক্রেন্দ্রের টুকু বলছিল, আমরা এখান থেকে কর্মশালার মাধ্যমে যা শিখেছি সেখান থেকেই বুঝতে পেরেছি আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে। এখন আমরা নিজেরাই নিজেদের এলাকা পরিষ্কার করি,কোথাও বাল্যবিয়ে হলে তা প্রতিরোধ করি। আগে আমাদের অভিভাবকগণ আমাদের গুরুত্ব দিতো না। কিন্তু স্টাইপেন্ড পেয়ে আমাদের এবং আমাদের অভিভাবকগণদের শিক্ষার বিষয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। এবং আমাদের পরীক্ষার ফলাফল খুব ভালো।

সংখ্যালঘু জনগোষ্ঠীর শিক্ষা ও অধিকার উন্নয়ন / উত্তরণের লক্ষ্যে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর আওতায় ৪ বছর মেয়াদী প্রমোটিং এন্ড প্রটেক্টিং হিউম্যান রাইটস অব মাইনরিটিস (পিপিএইচআরএম) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পে ময়মনসিংহ সদরের হরিজন পল্লী,পশ্চিমা ও বিহারী জনগোষ্ঠী নিয়ে কাজ করা হচ্ছে। এ প্রকল্পের গত ২ বছরে উক্ত কমিউনিটি থেকে উচ্চ বিদ্যালয় এবং কলেজ থেকে কিশোরীদের ঝরে পড়ার হার কমে গেছে,কিশোরী ও কমিউনিটি জণগণের মধ্যে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, অভিভাবক ও কমিউনিটি জনগণের মধ্যে বাল্যবিবাহ রোধ করার সচেতনতা বৃদ্ধি, কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠান বা কার্যক্রমে কিশোরী মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি, কিশোরীদের মধ্যে নেটওয়ার্কিং তৈরি,কমিউনিটি উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেয়া এবং সর্বোপরি কমিউনিটি জণগণের এই প্রকল্পের বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাওয়ার সফলতা তুলে ধরা হয়েছে।

প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর আওতায় প্রমোটিং এন্ড প্রটেক্টিং হিউম্যান রাইটস অব মাইনরিটিস (পিপিএইচআরএম) এর আয়োজনে মানবাধিকার উত্তরণ ও সুরক্ষা ঃ গণমাধ্যম কর্মীদের করনীয় ও চ্যালেঞ্জ শীর্ষক এক কর্মশালা শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার হলরুমে গতকাল অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় তাঁরা তাদের প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য, সফলতা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

কমিউনিটি লিডারগণ তাদের বক্তব্যে চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, শিক্ষার জন্য যে স্টাইপেন্ড দেয়া হয় তা বৃদ্ধি করা গেলে কিশোরীদের মধ্যে শিক্ষার আগ্রহ আরও বাড়বে,সেই সাথে ইভটিজিং,মাদক বিষয়গুলো এড়াতে কিশোরদের অন্তর্ভুক্তিকরন করা গেলে সামাজিক উন্নয়ন সম্ভব। বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রীর আগামী ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার আহবানে আমরা বিভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে এগিয়ে যাবো।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর নির্বাহী পরিচালক ড.অঞ্জন কুমার চিছাম, প্রমোটিং এন্ড প্রটেক্টিং হিউম্যান রাইটস অব মাইনরিটিস (পিপিএইচআরএম) প্রকল্পের গত ২ বছরের সাফল্য ও চ্যালেঞ্জ প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন পিপিএইচআরএম এর প্রজেক্ট ম্যানেজার এবং শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুবর্ণা পলি দ্রং,মুক্ত আলোচনায় ছিলেন পিসিসি এর প্রোগ্রাম কো -অর্ডিনেটর রাজন বীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপিএইচআরএম এর ফ্যাসিলেটেটর, গণমাধ্যমকর্মীগণসহ ৩ টি কমিউনিটির কমিউনিটি লিডার ও সুবিধাভোগী কিশোরীগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

মদনে ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ সিন্ডিকেটের বিরুদ্ধে

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে (ইউপি) ২৭০ জন দুস্থমাতা (ভিজিডি) কার্ডধারীদের কাছ থেকে প্রতি...

দেশের সংবিধানকে টেনে ছুড়ে আ.লীগের গঠনতন্ত্রে পরিনত করেছিল-কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র হত্যা...

পূর্বধলায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

পূর্বধলা প্রতিনিধিঃগত ৬ই সেপ্টেম্বর নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আঃ মন্নাফের ছেলে মোঃ রফিকুল ইসলাম'র...

কলমাকান্দায় প্রকৃতি সুরক্ষায় সবুজ সংহতি গঠন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতি (গ্রিন কোয়ালিশন) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২...