ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির শৈলকুপা উপজেলার এলাকা-৭ এর পরিচালক নুরুজ্জামান গ্রামে বিদ্যুৎসংযোগ দেয়ার কথা বলে এলাকাবাসীর কাছ থেকে ঘুষ নেওয়া এক লাখ ৩৮ হাজার ১০০ টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে শৈলকূপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া গ্রামে পৃথক দুইটি স্থানে আনুষ্ঠানিকভাবে ঘুষের টাকা ফেরত দেয়া হয়। গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে তাদের টাকা বুঝে নেন। সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, শৈলকুপা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুজ্জামান, সমিতি বোর্ডের সভাপতি হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী মোতাহার হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মোঃ রেজাউল করিম রাজিব।
জানা গেছে, ঘুষখোর শৈলকূপার হাকিমপুর গ্রামের মৃত নজির উদ্দিন মোল্লার ছেলে। আগে তিনি পল্লী বিদ্যুৎ সমিতির তালিকাভুক্ত ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।
টাকা বুঝে পাওয়া গ্রাহক আকামদ্দিন মন্ডল বলেন, চার বছর আগে আমাদের গ্রামে কারেন্ট দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে নুরুজ্জামান টাকা নিয়েছিল। সেসময় আমি গরু বিক্রি করে ৫হাজার টাকা দিয়েছিলাম তাকে। কিন্তু কারেন্ট আর দেয় না সে, চার বছর পর এখন শুনলাম নুরুজ্জামান গ্রামের মানুষের কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়েছিল। তবে এখন সে ধরা খেয়ে আমাদের টাকা ফেতর দিতে বাধ্য হয়েছে। আমি আমার টাকা বুঝে পেয়েছি।
জোসনা সরকার নামের এক বিধবা বৃদ্ধা বলেন, বাবা আমার বাড়িতে কারেন্ট দেওয়ার নামকরে আমার কাছ থেকে ৪হাজার টাকা নিয়েছিল। আজ আমি সেই চার হাজার টাকা ফেতর পেয়েছি আর কারেন্টও পেয়েছি। এতে আমি খুব খুশি।
এছাড়া ওয়াজেদ মোল্লা, বিসারত আলী, বাবর আলী, মোঃ কামাল উদ্দিনসহ আরো অনেকে বলেন, বিদ্যুৎ দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে যে ঘুষের টাকা নিয়েছিল। সে টাকা আমরা ফেতর পেয়ে সবাই আনন্দীত। টাকা ফেরত দেওয়ায় পল্লী বিদ্যুৎ অফিসারদের ধন্যবাদ জানিয়েছেন গ্রাম বাসী।
এ বিষয়ে প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুৎলাইন সম্প্রসারণের কাজ চলছে। এ সুযোগে ওই এলাকার এক শ্রেণীর দালালচক্র বিদ্যুৎসংযোগ দেয়ার কথা বলে গ্রামবাসীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায় করে আসছে। এমন খবরের ভিত্তিতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া গ্রামে গোপন অনুসন্ধান চালানো হয়। কয়েক দিনের গোপন অনুসন্ধানে এ খবরের সত্যতা বেরিয়ে আসে। ঘটনার সাথে জড়িতদের মধ্যে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির শৈলকুপা ৭ নম্বর এলাকা পরিচালক নুরুজ্জামানের নাম প্রকাশ হয়ে পড়ে। বিদ্যুৎ মিটারসহ বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে মোটা অংকের টাকা লেনদেন করে আসছে বলে অনুসন্ধানে বেরিয়ে আসে। তিনি আরো জানান, দেড় শতাধিক হতদরিদ্র পরিবারের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করা হয়েছে বলে প্রমাণিত হয়। এ টাকা কৌশলে ঘুষ গ্রহীতার কাছ থেকে আদায় করে গ্রাহকদের ফেরত দেয়ার পরিকল্পনা করেন তারা। গ্রাহকরা খবর পেয়ে এলাকায় জড়ো হন। লাইনে দাঁড়িয়ে টাকা ফেরত নেয়ার জন্য অপেক্ষা করেন গ্রামবাসীরা। এ সময় ঘুষ গ্রহীতা এলাকা-৭ এর পরিচালক নুরুজ্জামান নিজে গ্রাহকদের হাতে সেই টাকা তুলে দেন।
ওই দিন দুর্নীতি বিরোধী ব্যানার ঝুলিয়ে ১২৬ পরিবারকে এক লাখ ৩৮ হাজার ১০০ ঘুষের টাকা ফেরত দেয়া হয়েছে বলে জানান জেনারেল ম্যানেজার।
এ দিকে পল্লী বিদ্যুৎ সমিতির শৈলকুপা উপজেলার এলাকা-৭ এর পরিচালক নুরুজ্জামান গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিন বছর আগে খুলুমবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়া ও বাগদিপাড়ার অন্তত ১৫০ জনের কাছ থেকে মিটারসহ বিদ্যুৎসংযোগ দেয়ার কথা বলে গড়ে ৭৫০ টাকা হারে ঘুষ নেন। চলতি বছরে এলাকায় বিদ্যুৎলাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এরপর ঘটনা জানাজানি হয়ে পড়ে এবং তিনি ফেঁসে যান। নিরুপায় হয়ে টাকা ফেরত দিয়েছেন বলে জানান নুরুজ্জামান। অনেকেই পাওনার চেয়ে বেশি টাকা দাবি করেছে বলেও জানান তিনি।
Dailypurbomoy.com is one among the favored bangla news portals. it’s begun with commitment of fearless, investigative, informative and independent journalism. This online portal has began to provide real time news updates with maximum use of recent technology from 2018. Latest & breaking news of home and abroad, entertainment, lifestyle, special reports, politics, economics, culture, education, information technology, health, sports, columns and features are included in it. A genius team of Daily Purbomoy has been built with a gaggle of country’s energetic young journalists. We try to create a bridge with Bengalis round the world and adding a replacement dimension to online news portal. the house of materialistic news.