স্টাফ রিপোর্টার ঃ নারী ও শিশুর প্রতি সহিংসতা কারোরই কাম্য নয়। যে শিশুটি, যে নারী আজ সহিংসতার শিকার হচ্ছে তারাও কোন না কোনভাবে আমাদেরই মা, বোন, সন্তান। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বর্তমান সরকারের নির্দেশনায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। তাদের পাশাপাশি অভিভাবকসহ আমাদের সবাইকে সচেতন হতে হবে। আজ স্বাবলম্বী উন্নয়ন সমিতি, ময়মনসিংহ এর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির অফিস কার্যালয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক গঠন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশ প্রতিনিধি এস আই নিরুপম নাগ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার বাবলী আকন্দ, প্রোগ্রাম ডিরেক্টর মোরশেদ ইকবাল, এসিস্ট্যান্ট প্রোগ্রাম কো- অর্ডিনেটর আফরোজা আক্তার কনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মনোয়ারুল সেলিম। প্রজেক্টরের মাধ্যমে এনসিউরিং সিকিউরিটি এন্ড রাইটস অব উমেন এন্ড গার্লস থ্রো এক্সেসিং পাবলিক সার্ভিস প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্যসহ অন্যান্য বিষয়াদি তুলে ধরা হয়। এই প্রকল্পের মেয়াদকাল শুরু হয়েছে জানুয়ারি ২০১৯ থেকে। চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্প প্রস্তাবিত মোট ব্যয় ধরা হয়েছে ৩,৬০,৫৯,১০৮/-(তিন কোটি ষাট লক্ষ ঊনষাট হাজার একশত আট টাকা)। নারী ও কন্যা শিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করণে সরকারি বেসরকারি সেবা প্রাপ্তির মাধ্যমে তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও আইনি সহায়তার ক্ষেত্রে প্রবেশাধিকার বৃদ্ধিই প্রকল্পের উদ্দেশ্য। এক্ষেত্রে ইউনিয়ন এবং উপজেলা থেকে নেটওয়ার্ক গঠন করে এ উদ্দেশ্য পূরণ করা সম্ভব বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিগণ। যে কোন সহিংসতা প্রতিরোধে পুলিশ কর্মকর্তাগণের সহযোগিতা সেই সাথে মিডিয়া গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। তাই স্থানীয়ভাবে পুলিশ ও মিডিয়া যেকোন সহিংসতা প্রতিরোধে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করা হয়। উপজেলা ভিত্তিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক গঠন বিষয়ক মতবিনিময় সভায় ময়মনসিংহ সদর উপজেলার ৪ টি ইউনিয়নের মোট ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন প্রজেক্ট অফিসার ফৌজিয়া নিশাত জেবা।