শিমুল শাখাওয়াতঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নমিতা দে পদোন্নতি পেয়ে শেরপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ইউএনও নমিতা দে কে বিদায় জানাতে পূর্বধলা প্রেসক্লাবের উদ্যেগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম শাহীনের সভাপতিত্বে সংগঠনের পক্ষ থেকে তাকে বিদায়ী অভিবাদন, সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেসক্লাব সাধারন সম্পাদক শফিকুজ্জামান এর সন্চালনায় প্রেসক্লাবের উপস্থিত সকল সদস্য বক্তব্য রাখেন তারা হলেন, মোঃ আরিফুজ্জামান, মোঃ জুলফিকার আলী শাহীন, মোঃ জাকির আহমেদ কামাল, মোঃ জায়েজুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, মোঃ শহীদুল্লাহ্ সংগ্রাম, মোহাম্মদ আলী জুয়েল ও মোঃ শাখাওয়াত হোসেন শিমুল।
সকল সাংবাদিকরা তাদের বক্তব্যে ইউএনওর সকল গুনের প্রশংসা করেন।
ইউএনও নমিতা দে ছিলেন, একজন দক্ষ, কর্মঠ, সদাহাস্যেজ্জল কর্মকর্তা।
তিনি সহজেই সকল মানুষের সাথে মিশে যেতেন।সকল শ্রেণী পেশার মানুষ তার সাথে যে কোন বিষয়ে পরামর্শ করতে আসতে পারতেন। তাই গত কয়েকদিন ধরেই সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন তাকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করছে। সত্যিই তিনি অনেক সম্মানী একজন মানুষ।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফৌজিয়া মুশফিক।
এদিকে আজই তার স্থলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উম্মে কুলসুম পূর্বধলায় যোগদান করেন। পূর্বধলাবাসীর প্রত্যাশা নবাগত ইউএনও উম্মে কুলসুম বিদায়ী ইউএনও নমিতা দের অভাব পূরনে সচেষ্ট হবেন।